সর্বশেষ

6/recent/ticker-posts

কম্পিউটারেও ব্যবহার করা যাবে ট্রুকলার অ্যাপ

 

ট্রুকলার অ্যাপের ওয়েব সংস্করণ/ট্রুকলার

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ওয়েব সংস্করণ চালু করেছে অপরিচিত নম্বরের তথ্য খোঁজার জনপ্রিয় অ্যাপ ট্রুকলার। ‘ট্রুকলার ফর ওয়েব’ নামের ওয়েব সংস্করণটি কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কিউআর কোডের মাধ্যমে উইন্ডোজ ও ম্যাক কম্পিউটারে ট্রুকলার অ্যাপ ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

ট্রুকলারের তথ্যমতে, প্রাথমিকভাবে ট্রুকলার ফর ওয়েব সংস্করণটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আইওএস ব্যবহারকারীদের জন্যও ওয়েব সংস্করণ চালু করা হবে। কম্পিউটারে ওয়েব সংস্করণ চালুর পর ৩০ দিন অব্যবহৃত থাকলে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। এ ছাড়া সেটিংস থেকেও ওয়েব সংস্করণ লগআউট করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের ওয়েব সংস্করণের আদলে ব্যবহার করা যাবে।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ