সর্বশেষ

6/recent/ticker-posts

"কমলনগরে উপজেলা নির্বাচন:

 "কমলনগরে উপজেলা নির্বাচন: প্রার্থীদের তালিকা ও মনোনয়নের শেষ দিনের গতিবিধি"

কমলনগরে উপজেলা চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা


প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে  ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত অনলাইনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সফিকুর রহমানের বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন তারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়,  এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ হিরন, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান দিদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মাও খালেদ সাইফুল্লাহ,  উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.বাবুল হোসেন ও সাবেক ভাইস চেয়ারম্যান  নুর নবী চৌধুরী। 


ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ছাত্র লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আলা উদ্দিন সবুজ,  সালেহ উদ্দিন রাজু ও আবদুল্লাহ আল ইস্রাফিল


এছাড়াও মহিলা  ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান  যুব মহিলা লীগের সভাপতি সাহাদা আক্তার,রোকসানা আক্তার রক্সি, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আক্তারের সুমি মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।


উল্লেখ্য, গত ২১ মার্চ প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই আলোকে ১৫ই এপ্রিল মনোনয়নপত্র  জমা দেওয়ার শেষ দিন এবং যাচাই-বাছাই চলবে ১৭ই এপ্রিল পর্যন্ত। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পড়বেন তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। 


আপিল নিষ্পত্তি ২১শে এপ্রিল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২শে এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩শে এপ্রিল। প্রথম ধাপে নির্বাচন হওয়া এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ই মে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ